চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল: মাঝারি লক্ষ্যে উড়ন্ত শুরু ভারতের


March 2025/Champion India.jpg

ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ডের দেয়া ২৫২ রানের লক্ষ্যে উড়ন্ত শুরু পেয়েছে ভারত। পাওয়ারপ্লেতে ম্যাট হেনরির অনুপস্থিতি ভালোভাবেই কাজে লাগিয়েছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। শুরু থেকেই স্বভাবজাত ঝোড়ো ব্যাটিং করেছেন রোহিত শর্মা। দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ সঙ্গ দিয়েছেন শুভমান।

পাওয়ারপ্লেতে উইকেট নেয়ার সুযোগ যে একদমই পায়নি নিউজিল্যান্ড, এমনটাও নয়। সপ্তম ওভারে দলীয় ৩৯ রানে মিডউইকেটে ক্যাচ তুলেছিলেন শুভমান। তবে রেগুলেশন ক্যাচ ফেলে দিয়েছেন ড্যারেল মিচেল।   
 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভারে ৬৪ রান। ৪০ বলে ৪৯ রানে অপরাজিত আছেন রোহিত, শুভমানের ব্যাট থেকে এসেছে ১০ রান।  
 
এর আগে রোববার (৯ মার্চ) দুবাইয়ের বোলিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পেয়েও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্রের ঝোড়ো শুরু পর ম্যাচের লাগাম টেনে ধরেন ভারতীয় স্পিনাররা। তবে ড্যারেল মিচেল এবং মিচেল ব্রেসওয়েলের লড়াকু ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৫১ রানের পুঁজি পায় কিউইরা।    
 
১০১ বলে ৬৩ রান করেছেন মিচেল। ব্রেসওয়েল ৪০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ওপেনিংয়ে নেমে রবীন্দ্র করেন ২৯ বলে ৩৭ রান আর গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৩৪ রান।
 
ভারতের হয়ে বল হাতে দুইটি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। মোহাম্মদ শামি ও জাদেজা নিয়েছেন একটি করে উইকেট। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×