আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে তৈরি ভারত : কোহলি


March25 Naeem/397931-20250310111712.jpg

আইসিসির বৈশ্বিক যে কোনো ইভেন্টে ধারাবাহিক সাফল্য পাচ্ছে ভারত। গত ১৫ বছরে চারটি আইসিসি শিরোপা জয় তেমনই ইঙ্গিত দিচ্ছে। গতকাল দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর এ নিয়ে এক বছরেরও কম সময়ে দুটি শিরোপা জেতার নজির গড়ল রোহিত শর্মার দল।

অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও ভারতকে এগিয়ে দিচ্ছেন। ব্যাট হাতে শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুলরাও দায়িত্ব নিতে শিখে গেছেন পুরোদস্তুর। ভারতের বোলিংয়ে প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহকে ছাড়াই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেছিল ভারত। তবে তার অভাব বুঝতেই দেননি তরুণ বোলাররা। 

উত্তরসূরীদের দেখে খুশি ক্যারিয়ারের সায়াহ্নে থাকা বিরাট কোহলিও। আর কত দিন ভারতের জার্সিতে তাকে দেখা যাবে তা নিয়ে বার বার জল্পনা হচ্ছে। এই পরিস্থিতিতে দলের তরুণ প্রজন্মকে দেখে দলের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত তিনি। কোহলি বলেন, ‘যখন আপনি ছাড়তে চান, আপনি চেষ্টা করেন দলকে ভালো জায়গায় নিয়ে গিয়ে ছাড়তে। দলের ভবিষ্যৎ ভালো হাতে রয়েছে। আমাদের যা দল তাতে আগামী ৮ থেকে ১০ বছর ক্রিকেট শাসন করার জন্য আমরা তৈরি।’

শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় কোহলি বলেন, ‘কঠিন অস্ট্রেলিয়া সফর শেষে আমরা চেয়েছিলাম বাউন্স ব্যাক করতে। আমরা চেয়েছিলাম বড় টুর্নামেন্ট জিততে শেষ পর্যন্ত আমরা সেটা করতে পেরেছি। ড্রেসিংরুমে এখন অনেক প্রতিভাবান ক্রিকেটার। তারা ম্যাচ এগিয়ে নিয়ে যেতে চাইছে। আমরা (সিনিয়ররা) তাদের সাহায্য করতে পেরেই অনেক খুশি। অভিজ্ঞতা বিনিময় করছি এবং এটাই ভারত দলকে এতটা শক্তিশালী বানিয়েছে।’

এই জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিয়েছেন কোহলি। যেভাবে প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেছেন তার প্রশংসা শোনা গিয়েছে কোহলির মুখে। তিনি বলেন, ‘কঠিন পরিস্থিতিতে সকলে মিলে ম্যাচ জিততে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেটাই দেখিয়েছি। প্রত্যেকে নিজের কাজ করেছে। দলের জয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আমরা অনুশীলনে পরিশ্রম করেছি। সেটা ম্যাচে দেখা গিয়েছে।’

প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলকে নিয়ে কোহলি বলেছেন, ‘নিউজিল্যান্ড দারুণ দল। আমরা জানতাম তারা তাদের প্লেয়ারদের নিয়ে কী করে দেখাতে পারে এবং প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করতে পারে। যতবারই বড় মঞ্চে তাদের বিরুদ্ধে খেলেছি আমরা জানতাম যে তারা প্ল্যান নিয়ে আসবে। বিশ্বের অন্য কোনো দল তাদের প্ল্যান এত ভালোভাবে কাজে লাগায় না তারা যতটা ভালোভাবে কাজে লাগায়।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×