লেভারকুসেনকে হারিয়ে কোয়ার্টারে ইন্টার মিলানকে পেল বায়ার্ন মিউনিখ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০১:৫৫ পিএম, ১২ মার্চ ২০২৫

লিগ প্রতিদ্বন্দ্বী বায়ার লেভারকুসেন গত মৌসুমে বায়ার্ন মিউনিখকে বারবার ধরাশায়ী করেছে। তবে এবার চ্যাম্পিয়ন্স লিগে লিগ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে দাপট দেখিয়েছে ভিনসেন্ট কম্পানির দল।
প্রথম লেগে ৩-০ গোলে জয়ের পর মঙ্গলবার (১১ মার্চ) দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতেছে বাভারিয়ানরা। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
কোয়ার্টারে তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে। ইতালির লিগ টেবিলে শীর্ষে থাকা এবং চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফরম্যান্স করা ইন্টার মিলানের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।
দুই দলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৭ এপ্রিল রাতে আলিয়েঞ্জ অ্যারেনায় এবং দ্বিতীয় লেগ ১৪ এপ্রিল রাতে সানসিরোতে মাঠে গড়াবে।
লেভারকুসেনের বিপক্ষে দ্বিতীয় লেগের প্রথমার্ধে গোল শূন্য সমতায় শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে গোল করে বায়ার্নকে লিড এনে দেন হ্যারি কেন। ৭১ মিনিটে গোল করেন আলফনসো ডেভিস।
দুই লেগে সহজ জয় পেয়েছে ইন্টার মিলানও। ফায়েনর্ডের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল ইতালির জায়ান্টরা। দ্বিতীয় লেগে ডাচ ক্লাবের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইন্টার। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয়ে কোয়ার্টারে পা রেখেছে তারা।