মাঠে ফিরেই গোল করে দলকে জেতালেন মেসি


March 2025/Mesi goal.jpg

ইনজুরির শঙ্কায় থাকা মেসি ইন্টার মায়ামির হয়ে শেষ তিন ম্যাচে খেলেননি। তবে বাংলাদেশ সময় শুক্রবার (১৪ মার্চ) সকালে ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাঠে নামেন মেসি। যদিও শুরুর একাদশে ছিলেন না তিনি। আর মাঠে নেমেই মেসি পেলেন গোল। আর তার দল কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটে পা রাখে।

প্রথম বার জ্যামাইকায় খেলতে যাওয়া মেসিকে নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। আর সেই দর্শকদের হতাশ করেননি আর্জেন্টাইন তারকা। যদিও ম্যাচের প্রথম গোলটি আসে সুয়ারেজের পা থেকে। ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন উরুগুয়ের এই তারকা।

এরপর দ্বিতীয় হাফে সেই সুয়ারেজের বদলি হিসেবেই মাঠে নামেন মেসি। আর মেসি গোল পান ম্যাচে বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটে পৌঁছে গেছেন মেসিরা।

ক্যাভালিয়েরের বিপক্ষে করা এই গোলের পর মায়ামির হয়ে মেসির গোল সংখ্যা এখন ৩৭। পাশাপাশি মেসির ক্যারিয়ারে এটি ৮৫৩তম গোল।    

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×