ভুটানের লিগে বাংলাদেশের দুই নারী ফুটবলার
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১০:৪৮ এম, ১৫ মার্চ ২০২৫

অবশেষে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার সুযোগ নিশ্চিত হয়েছে বাংলাদেশের দুই নারী ফুটবলারের।
কয়েক মাস আগে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলকিপার রুপনা চাকমা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেসময় দেশের বাইরে লিগে খেলার অনুমতি দেয়নি। দেরিতে হলেও সিদ্ধান্ত পরিবর্তন করে দুই জনকেই অনুমতিপত্র দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এ প্রসঙ্গে ডিফেন্ডার মাসুরা পারভীন সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমার ও রুপনার ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার কথা। ফেডারেশন আমাদের ছাড়পত্র দিয়েছে। আমাদের ক্লাব নাসরিন এফসি ও ফেডারেশনের কাগজপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে ভুটানে। সাধারণ সম্পাদক (ইমরান হোসেন তুষার) আমাদের সহায়তা করেছেন এই বিষয়ে।'
এপ্রিলে ভুটানের নারী লিগে খেলার আশা রয়েছে মাসুরার, 'এপ্রিলে লিগ শুরু হওয়ার কথা। আমাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। আশা করি, সব ঠিক থাকলে খেলতে পারবো। আমাদের এই দল পাওয়ার ক্ষেত্রে সাবিনা আপু (সাবিনা খাতুন) সাহায্য করেছেন।'
বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সিদ্ধান্ত বদলে ছাড়পত্র দেওয়ার কারণ প্রসঙ্গে বলেন, 'ছুটিতে যাওয়ার আগে মাসুরা অনুরোধ করেছিল। বিদেশের ক্লাবে খেলে আসলে ওরা উৎসাহিত হবে। এজন্য দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।'
যদিও কয়েক মাস আগে জুনে এশিয়ান কাপ বাছাইয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বিদেশের লিগে খেলার জন্য না ছাড়ার যুক্তি দিয়েছিলেন এই সংগঠক।