‘ভারতে ফিরলে দেখে নেওয়া’র হুমকি দেওয়া হয়েছিল বরুণকে


March 2025/Barun Chakraborty.jpg
বরুণ চক্রবর্তী

খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকায় বরুণ চক্রবর্তীর শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকার সম্ভাবনা কমই ছিল। কিন্তু জাসপ্রীত বুমরাহ ইনজুরির কারণে ভারতীয় দল থেকে ছিটকে যাওয়ায় কপাল খুলে যায় এই রহস্য স্পিনারের। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে পঞ্চম স্পিনার হিসেবে অন্তর্ভূক্ত হন তিনি। বাকিটা ইতিহাস। অনেকের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বরুণই ছিলেন ভারতের এক্স ফ্যাক্টর।

মাত্র ৩ ম্যাচে ৯ উইকেট! চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে থাকার নিশ্চয়তাই ছিল না যার, সেই বরুণই যুগ্মভাবে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। রবিচন্দ্রন অশ্বিনের চোখে তো তিনিই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

অথচ একটা সময় ভারতের ক্রিকেট সমর্থকদের চোখে ভিলেনে পরিণত হয়েছিলেন বরুণ। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের পরের সেই অন্ধকার সময় নিয়ে মুখ খুলেছেন ৩৩ বছর বয়সী এই রহস্য স্পিনার। উপস্থাপক গোবিনাথকে তার ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, কিভাবে সাম্প্রতিক সাফল্য তার সেই ক্ষতে প্রলেপের কাজ করেছে।

২০২১ সালের টি-২০ বিশ্বকাপে তিন ম্যাচে ভারতের একাদশে ছিলেন বরুণ চক্রবর্তী। এই তিন ম্যাচে একটি উইকেটও শিকার করতে পারেননি এই রহস্য স্পিনার। সেই সময়ের কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘এটা আমার জন্য অন্ধকার সময় ছিল। আমি বিষণ্ণতায় আক্রান্ত হয়েছিলাম কারণ অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বকাপের স্কোয়াডে নেয়া হলেও নিজের সঙ্গে ঠিক বিচার করতে পারিনি বলে মনে হয়েছিল আমার।’

‘আমি বিশ্বাস করতে পারছি না সব ভালো জিনিস একসঙ্গে ঘটছে। আমি এটাকে পরবর্তী স্তরে নিতে চাই।’

বরুণ এই সাক্ষাৎকারে ফাঁস করেছেন ২০২১ বিশ্বকাপের পর তাকে কী ধরনের বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। 

তিনি বলেন, ‘২০২১ বিশ্বকাপের পর, আমাকে ফোনকলে শাসানো হয়েছিল– ‘ভারতে এসো না, যদি তুমি (আসার) চেষ্টা করো, তুমি আর তার উপযুক্ত থাকবে না।’ লোকজন বাড়িতে এসে আমাকে খুঁজত...আমাকে সে সময় লুকিয়ে থাকতে হতো। আমি যখন বিমানবন্দর থেকে ফিরেছিলাম, কয়েকজন ব্যক্তি তাদের বাইকে করে আমাকে অনুসরণ করেছিল। এমনটাই হয়। আমি বুঝি সমর্থকরা আবেগী, কিন্তু আমি যখন পেছনে ফিরে তাকাই...আমি এখন সুখী।’

মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে দারুণ পারফরম্যান্সের পর ওয়ানডেতে বরুণের দুয়ার খুলে যায়।

‘আমি এমনকি চেন্নাইয়ে ফেরার টিকিটও করে ফেলেছিলাম। কিন্তু পর দিন, বলা হলো, আমিও ওয়ানডে দলে আছি এবং নাগপুরে যেতে বলা হল।’
 
চ্যাম্পিয়ন্স ট্রফি আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বলেও জানান এই ৩৩ বছর বয়সী স্পিনার।

‘আমার মনে হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি আত্মবিশ্বাস আরও অনেক বাড়িয়ে দিয়েছে। আমিও (বিশ্বকাপজয়ী দলের) অংশ এবং আমারও সেখানে জায়গা আছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল রাঙাতে প্রস্তুত বরুণ। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×