ফাহমিদুল ইস্যুতে বাফুফের সভাপতির সাথে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১০:২৮ এম, ১৯ মার্চ ২০২৫

কন্ডিশনিং ক্যাম্পে প্রতিভাবার জানান দেয়ার পরও ফাহমিদুল ইসলামকে দলে না রাখায় ক্ষোভে ফুঁসছে দেশের ফুটবল। সিন্ডিকেট নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ফুটবলাররা। মঙ্গলবার (১৮ মার্চ) বিক্ষোভ করেছেন দেশের ফুটবল সমর্থকরা। অবশেষে এ ইস্যুর সুরাহা করতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৯ মার্চ) ফাহমিদুলের বিষয়ে তাবিথের সঙ্গে আলোচনা করবেন আসিফ।
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সৌদি আরবে প্রায় দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে ঢাকায় ফেরেনি ফাহমিদুল ইসলাম, চলে গেছেন ইতালিতে।
ফাহমিদুলকে দলে না রাখার বিষয়ে কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘ফাহমিদুল দারুণ একজন ফুটবলার। ভবিষ্যতের বাংলাদেশ দলের জন্য সে একটা সম্পদ হবে। সৌদিতে দলের সঙ্গে ক্যাম্পেও বেশ সাবলীল ছিল এবং ভালো করেছে। কিন্তু তার বয়স এখনো অনেক কম। তাই আপাতত তাকে জাতীয় দলে জন্য বিবেচনা করছি না। সে বাংলাদেশে আসেনি, ইতালিতেই ফিরে গেছে।’
তবে কোচ বা বাফুফের এমন ব্যাখ্যায় সন্তুষ্ট নন দেশের সমর্থক ও সাবেকরা। মঙ্গলবার বাফুফের ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে লাল সবুজ সমর্থকদের একাংশ। কন্ডিশনিং ক্যাম্পে প্রতিভার জানান দেয়ার পরও তাকে দলে না রাখায় ক্ষোভে ফুঁসছেন তারা। এর পেছনে তারা দায়ী করছেন সিন্ডিকেটকে।
প্রশ্ন তুলেছেন সাবেক ফুটবলাররাও। সাবেক ফুটবলার আব্দুল বাতেন মজুমদার বলেন, ‘সিন্ডিকেটের ব্যাপারটাকে মাটিতে পুঁতে ফেলার এখনই উপযুক্ত সময়। না হলে পূর্বের মতো দল ঘোষণার আগেই লিগে নিয়মিত পারফর্ম করা খেলোয়াড়দের বাদ দিয়ে, দেশের বাইরে লিগে খেলা খেলোয়াড়দের বাদ রেখে দল গঠন করে পূর্বের মতোই ব্যর্থতার বৃত্তে থেকে বের হয়ে আসা আর সম্ভব হবে না।’
আরেক সাবেক ফুটবলার বিপ্লব ভট্টচার্য বলেন, ‘আমি হাশ হয়েছিল ফাহমিদুল বাদ পড়ায়। ইতালিয়ান ফুটবলে খেলা একজন খেলোয়াড় এবং অনুশীলন ম্যাচে হ্যাটট্রিক করা খেলোয়াড়. যার মাঝে সম্ভাবনা আছে তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে, ভালো করতো আমার বিশ্বাস। এই মুহূর্তে ফাহমিদুলকে বাদ দেয়াতে ভবিষ্যতে তার লাল সবুজ জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কি না সেটা দেখার বিষয়।’
তবে আশার কথা হচ্ছে, ফাহমিদুল ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছেন বাফুফের সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা। বিষয়টি নিশ্চিত করা হয়েছে ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পেজে। সেখানে লেখা হয়েছে, ইতালির সিরি ‘ডি’তে খেলা প্রবাসী বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়ে মূল দলে না রাখায় ইতালি ফিরে গেছেন। তার বাদ পড়াকে কেন্দ্র করে সমর্থকদের এক বিশাল অংশের আনিত অভিযোগের ভিত্তিতে বুধবার বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তবে সেটা কতটুকু ফলপ্রসূ হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও ২৪ ঘণ্টা। আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।