বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম অনুশীলন


MARCH NAEEM 2ND/drst.jpg

তিন দিন ধরে বাংলাদেশে এসে ব্যস্ত সময় কাটছে ইংলিশ ফুটবল খেলা হামজা চৌধুরীর। সবার সঙ্গে পরিচয় পর্ব ও সংবাদ সম্মেলন শেষে আজ প্রথমবারের মতো লাল সবুজ জার্সি পরে মাঠে নেমেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিস্টার সিটির সাবেক মিডফিল্ডার।

কিংস অ্যারেনাতে কৃত্রিম আলোতে জামাল-তপুদের সঙ্গে হাস্যোজ্জ্বল দেখা গেছে ২৭ বছর বয়সী ফুটবলারকে। মাঝে মধ্যে সতীর্থদের সঙ্গে খুনসুটিও করেছেন। শুরুর ১৫ মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া ছাড়াও ঘাম ঝরাতে দেখা গেছে। 

কোচ হাভিয়ের কাবরেরা ছিলেন দিক নির্দেশনায়। 

সৌদি আরব থেকে ঢাকায় এসে একদিনের অনুশীলন শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামীকাল সকালে কলকাতা হয়ে শিলং যাবে। সেখানে আরও কয়েকটি সেশন হবে। কাবরেরা শেষ পর্যন্ত হামজাকে দেখে সিদ্ধান্ত নেবেন তাকে একাদশে রাখবেন কিনা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×