রোহিত শর্মারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যা পেয়েছেন, বোনাস পাচ্ছেন তার দ্বিগুণেরও বেশি
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৪:০৩ পিএম, ২০ মার্চ ২০২৫

বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এরপর আবার নিউজিল্যান্ড; চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রত্যেকটি জয়ই এসেছে দাপটের সঙ্গে, এর পুরস্কার হিসেবে বিশাল অংকের বোনাস পাচ্ছেন দলটির ক্রিকেটাররা, যা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অর্জিত টাকার দ্বিগুণেরও বেশি।
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি হিসেবে বরাদ্দ ছিল ৬ দশমিক ৯ মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৮৪ কোটি ৪৫ লাখ। শুধু অংশগ্রহণের জন্যই বরাদ্দ করা হয় ১ লাখ ২৫ হাজার ডলার বা ১ কোটি ৫১ লাখ টাকা করে, গ্রুপপর্বে প্রতিটি জয়ের জন্য ৩৪ হাজার ডলার করে। আর চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ ছিল প্রায় ২৭ কোটি ৬ লাখ টাকা।
গ্রুপপর্বে তিন জয়, এরপর সেমিতে অস্ট্রেলিয়া ও ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতা ভারত সর্বমোট ২.৪৬৭ মিলিয়ন ডলার পায়, যা বাংলাদেশি টাকায় ২৯ কোটি ৯৮ লাখ। ট্রফি জেতার পুরস্কার হিসেবে রোহিত শর্মারা বোনাস পাচ্ছেন এর দ্বিগুণেরও বেশি, বলা যায় প্রায় তিনগুণ। এবং সেটা চ্যাম্পিয়ন্স ট্রফির মোট প্রাইজমানির প্রায় সমান।
এক বছরের কম সময়ে দুইটি আইসিসি ট্রফি জেতা রোহিত শর্মাদের টিম ইন্ডিয়া ৫৮ কোটি রুপি বোনাস দিচ্ছে, বা বাংলাদেশি মুদ্রায় ৮১ কোটি টাকা। এই পুরস্কার ভাগাভাগি করে নেবেন ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ ও নির্বাচকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি।
বিনি বলেছেন, ‘পরপর আইসিসি শিরোপা জেতা বিশেষ কিছু। এই পুরস্কার বিশ্ব মঞ্চে টিম ইন্ডিয়ার ডেডিকেশন ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। এর পেছনে যাদের কঠোর পরিশ্রম রয়েছে, তাদের জন্যই এই ক্যাশ। এটা এ বছর আমাদের দ্বিতীয় শিরোপা, অনূর্ধ্ব-১৯ মেয়ে দল বিশ্বকাপ জিতেছে। তার মানে, আমাদের ক্রিকেটিং ইকোসিস্টেম ভালো পথেই আছে।’
বিসিসিআইয়ের সচিব দেবাজিত সাইকিয়া বলেছেন, ‘বিসিসিআই খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের এই সম্মাননা প্রদান করতে পেরে গর্বিত। বিশ্ব ক্রিকেটে তাদের আধিপত্য বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং কৌশলগত বাস্তবায়নের ফল। এই জয় সাদা বলের ক্রিকেটে ভারতের শীর্ষস্থানকে ন্যায্যতা দিয়েছে এবং আমরা নিশ্চিত যে আগামী বছরগুলোতেও এই ধারা বজায় রাখবে।’