বিসিবি চাইলে টি-টোয়েন্টিতে টাইগারদের নেতৃত্ব দিতে প্রস্তুত লিটন
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১২:৩৯ পিএম, ২১ মার্চ ২০২৫

তিন ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চাপ কমাতে গত জানুয়ারিতে টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিয়েছেন, পদটি এখন পর্যন্ত খালিই আছে। যার জন্য কখনও মেহেদী হাসান মিরাজ, আবার কখনও লিটন দাসের নাম আলোচনায় উঠে আসে।
বাংলাদেশ সবশেষ টি-২০ সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শান্ত ইনজুরিতে থাকায় গত বছরের ডিসেম্বরের সেই সিরিজে লিটন দলকে নেতৃত্ব দিয়েছিলেন। যদিও টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ অধিনায়কত্ব করেন।
লিটন সব মিলিয়ে বাংলাদেশকে ১২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭টিতে জিতিয়েছেন। এরমধ্যে আছে আফগানিস্তানের বিপক্ষে একটা টেস্ট জয়ও। তিনি মনে করেন উইকেটকিপাররা অধিনায়ক হলে দল সুবিধা পায়।
আগেও নেতৃত্ব দিতে আগ্রহ প্রকাশ করা লিটন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘‘ম্যাক্সিমাম ফিল্ড সেট-আপ কিন্তু উইকেটকিপারই করে, তার ভিশন সবচেয়ে ভালো হয়। আপনি যদি খেয়াল করে দেখেন যে, একজন উইকেটকিপার বোলারকে যে ধারণা দিতে পারবে, অন্য কেউ সেটা পারবে না। কারণ সে স্ট্রেট লাইনে থাকে, সে বুঝে।’
বিসিবি চাইলে লিটন টি-টোয়েন্টির অধিনায়ক হতে প্রস্তুত। তিনি বলেন, ‘সাকিব ভাই ক্যাপ্টেন ছিল, তখন আমি একটানা এক বছর ভাইস ক্যাপ্টেন ছিলাম। একটা টেস্টে ক্যাপ্টেন্সিও করেছি। আমি বলব এটা (আফগানিস্তানের বিপক্ষে ৫৪৬ রানে) বাংলাদেশের বিশাল একটা অর্জন। আমার টেস্টের অভিজ্ঞতা আছে, কিছুদিন আগে টি-টোয়েন্টিতেও ক্যাপ্টেন্সি করেছি। সো বিসিবি যদি আমাকে নিয়ে চিন্তা করে, যদি ভাবে যে আমি যোগ্য, তবে আমার দ্বিমত থাকবে না। আমি করব, কারণ ক্যাপ্টেন্সি করতে আমি অনেক ইনজয় করি।’
ক্যাপ্টেন্সির জন্য আগ্রহ প্রকাশ করা লিটনের সীমিত ওভারে ধারাবাহিকতা নিয়ে প্রায়ই প্রশ্ন উঠে। এই সমস্যা কাটিয়ে উঠার চেষ্টা করছেন তিনি।
লিটন বলেন, ‘সব সময় চেষ্টা করি ভালো খেলতে, কিন্তু একটা সমস্যা চলছি, যে কারণে ভালো করছিলাম না। এটা নিয়ে পরবর্তীতে কাজ করেছি। সালাউদ্দিন স্যারকে ধন্যবাদ তিনি ওই সময় নিয়মিত কথা বলেছেন। আমার বউকেও ধন্যবাদ, সে সব সময় কাছে থাকে, প্রেরণা দেয়।’