আইপিএলের ম্যাচ দেখা যাবে টফিতে


March 2025/Toffee Logo.jpeg

আগামী ২২ মাচ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের সিজন; ঐদিন হবে এই সিজনের প্রথম ম্যাচ। আইপিএল নিয়ে এ দেশের মানুষের আছে বাড়তি আগ্রহ। ক্রিকেটপ্রেমীরা যেন এবারের আইপিএলের সকল টানটান উত্তেজনাময় মুহূর্তগুলো নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি এই সিজনের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

দর্শকদের জন্য আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে নতুন ইন্টারফেস নিয়ে এসেছে টফি। আপনি যেখানেই থাকুন না কেন, রাস্তা, স্কুল অথবা কর্মক্ষেত্র, টফির অন-দ্য-গো ভিউয়িং ও রিমোট ভিউয়িং অপশনের মাধ্যমে সকলেই খুব সহজে আইপিএল ম্যাচ দেখতে পারবেন। ফোনে থাকলে টফি, এই সিজনের কোনো চার-ছক্কা আর মিস হবে না।   

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, “টফি গ্রাহকদের জন্য নির্বিঘ্ন ও সহজলভ্য বিনোদন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে আইপিএলের সময় বিপুল উত্তেজনা বিরাজ করে; মানুষের এই আগ্রহ বিবেচনায় নিয়ে আমরা টফি ব্যবহারকারীদের জন্য সকল ম্যাচ সরাসরি সম্প্রচার করবো। ফলে, দেশের ক্রিকেটপ্রেমীরা যে কোনো সময় ও যে কোনো জায়গা থেকে এই হাই-ভোল্টেজ টুর্নামেন্টের প্রতিটি উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারবেন।’

টফি দর্শকদের সাশ্রয়ী মূল্যে এই প্রিমিয়াম কন্টেন্ট অফার করছে। গ্রাহকরা মাত্র ২০ টাকায় ১ দিনের জন্য, ৫০ টাকায় ৭ দিনের জন্য এবং মাত্র ৯৯ টাকায় ৩০ দিনের জন্য আইপিএল ম্যাচ দেখার সুযোগ পাবেন। গ্রাহকদের জন্য বিকাশ ও ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট সুবিধা রয়েছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×