বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা


Jan 2025/Feb 2025/arg-1742566782.webp

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ইনজুরির কারণে বেশ কয়েকজন তারকাকে ছাড়াই খেলতে হবে লিওনেল স্কালোনির দলকে। শনিবার (২২ মার্চ) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচটি উরুগুয়ের স্তাদিও সেন্তানারিওতে অনুষ্ঠিত হবে।

আর্জেন্টিনা দলে সবচেয়ে বড় অনুপস্থিতির নাম লিওনেল মেসি। মাসল স্ট্রেইনের কারণে তিনি মার্চ উইন্ডোর ম্যাচগুলোতে খেলতে পারছেন না। শুধু মেসিই নন, ইনজুরির কারণে ছিটকে গেছেন লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা, জিওভান্নি লো সেলসো এবং ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল। ফলে স্কালোনির জন্য দল সাজানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। সে স্বস্তিবোধ করছে না, তাই এই ম্যাচে তাকে পাচ্ছি না। এটি আমাদের জন্য বড় ধাক্কা, তবে আমাদের এগিয়ে যেতে হবে।’

দলে মেসি না থাকায় রাইট উইংয়ে খেলবেন নিকো গঞ্জালেস, আর লাউতারোর জায়গায় মাঠে নামবেন কোরেয়া। মিডফিল্ডের দায়িত্বে থাকবেন দুর্দান্ত ছন্দে থাকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস ও রদ্রিগো ডি পল। ফরোয়ার্ড লাইনে থাকবেন ইনফর্ম হুলিয়ান আলভারেজ।

ডিফেন্সে কুটি রোমেরো এবং গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজ থাকায় কিছুটা স্বস্তিতে থাকতে পারে আর্জেন্টিনা ভক্তরা।

উরুগুয়ে বর্তমানে কনমেবল অঞ্চলের পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে, তবে এই ম্যাচ জিতলে তারা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবে। মার্সেলো বিয়েলসার দল প্রথম লেগে আর্জেন্টিনাকে হারিয়েছিল, যা তাদের জন্য বড় অনুপ্রেরণা। দলের মূল তারকা ডারউইন নুনেজ, রোনাল্ড আরাউহো এবং ফেদেরিকো ভালভার্দের দিকেই তাকিয়ে থাকবে উরুগুয়ে।

আর্জেন্টিনা ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের শীর্ষে রয়েছে। এই ম্যাচ জিতলে তারা ২০২৬ বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে। তবে ইনজুরি-জর্জরিত দল নিয়ে স্কালোনির সামনে চ্যালেঞ্জ থাকবে উরুগুয়ের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ভালো পারফরম্যান্স করার।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×