নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরতে চান সাকিব


MARCH NAEEM 2ND/1742632469255.jpg

গত ডিসেম্বরে বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়ায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন সাকিব আল হাসান। তবে কয়েকমাস ধরে টানা পরিশ্রমে তিন মাসের মাথায় সেটা কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন তিনি। আর বোলিং অ্যাকশন কাটিয়েই আজ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে খেলার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি।

রাজনৈতিক কারণে দেশে ফিরতে না পারায় সাকিবের জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা আর নেই বললেও চলে। যে কারণে বিভিন্ন শুধু কাউন্টি এবং বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের ওপর মনোযোগ দিচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক। তবে সেখানে বাধা ছিল বোলিং নিষেধাজ্ঞা। যে কারণে আইপিএলের নিলামেও দল পাননি তিনি। তবে এবার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠায় দল পেতে আলোচনা শুরু করেছেন সাকিব।

জানা গেছে, অলরাউন্ডার হিসাবেই কীভাবে আইপিএল খেলা যায়, সেটার জন্য নানা জায়গায় আলোচনা করছেন তিনি। ইতোমধ্যেই আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছেন। আসরের অন্যতম ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আলোচনায় বসেছেন সাকিব। কেননা এই দলগুলির স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল।

তবে আজ থেকেই যেহেতু আইপিএল শুরু হয়ে যাচ্ছে, ফলে এখনই সেখানে দল পাওয়ার সম্ভাবনা কম। তবে টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তবেই সেখানে সুযোগ পেতে পারেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে তার ম্যানেজার জানিয়ে দিয়েছেন, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি।

২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে আইপিএলে অভিষেক হয় সাকিবের। এরপর কেকেআরের হয়ে ২০১২ সালে তাদের হয়ে ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। সেখানে দুই সিজনে(২০১২ ও ২০১৪) বল হাতে যথাক্রমে ১২ ও ১১ উইকেট শিকার করেন তিনি। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও আসর মাতান সাকিব। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×