কোহলি-সল্টের জোড়া হাফসেঞ্চুরিতে কলকাতাকে উড়িয়ে দিলো ব্যাঙ্গালুরু
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১২:১৬ এম, ২৩ মার্চ ২০২৫

আইপিএলের সবশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ফিল সল্ট এবারের আসরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে দুর্দান্ত শুরু করলেন। নিজের চেনা মাঠ ইডেন গার্ডেন্সে কলকাতার বিপক্ষে ঝড় তুললেন ইংলিশ ওপেনার। ২৫ বলে হাফ সেঞ্চুরি করে ব্যাঙ্গালুরুকে দুর্দান্ত শুরু এনে দেন তিনি।
তার সঙ্গে ওপেনিংয়ে থাকা বিরাট কোহলিও শুরুতে দেখেশুনে খেললেও পরে দ্রুত রান তুলতে শুরু করেন। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৮০ রান তোলে বেঙ্গালুরু, যা কলকাতার বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বোচ্চ। এরপর হাফ সেঞ্চুরি করেন কোহলিও। শেষদিকে অধিনায়ক রজত পাতিদারের ছোটখাটো ঝড়ো ইনিংসে ৭ উইকেটে সহজ জয় নিশ্চিত করে ব্যাঙ্গালুরু।
১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ব্যাঙ্গালুরুর হয়ে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন সল্ট ও কোহলি। পাওয়ার প্লেতে তাদের মারকাটারি ব্যাটিংয়ে ৮০ রান তোলে ব্যাঙ্গালুরু। এরপর ২৫ বলে হাফ সেঞ্চুরি করে আউট হন সল্ট। এরপর দেবদূত পাডিকাল দ্রুত আউট হলেও কোহলি নিজের ইনিংস বড় করেন এবং ৫০ রান করেন। চারে নেমে রজত পাতিদার ১৬ বলে ৩৪ রান করেন, যার ফলে সহজেই জয় পায় বেঙ্গালুরু। কোহলি ৫৯ রানে অপরাজিত থাকেন এবং লিয়াম লিভিংস্টোন ৫ বলে ১৫ রান করেন।
টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা নাইট রাইডার্স। প্রথম ওভারেই কুইন্টন ডি কককে হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে অধিনায়ক রাহানে দুর্দান্ত ব্যাটিং করেন এবং ২৫ বলে হাফ সেঞ্চুরি করেন। তার সঙ্গে নারিন ২৬ বলে ৪৪ রান করেন। দুজনের ১০৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় কলকাতা। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ১৭৪ রানের বেশি করতে পারেনি তারা। রাঘুবংশী ৩০ রান করলেও রাসেল ও রিংকু সিং ব্যর্থ হন। বেঙ্গালুরুর হয়ে ক্রুনাল পান্ডিয়া, জশ হেজেলউডরা দারুণ বোলিং করেন।
দুর্দান্ত ব্যাটিং, নিয়ন্ত্রিত বোলিং ও পরিকল্পিত দলীয় পারফরম্যান্সে ৭ উইকেটের জয় পায় বেঙ্গালুরু, যা তাদের আইপিএল অভিযানকে দুর্দান্তভাবে শুরু করতে সাহায্য করেছে।
সংক্ষিপ্ত স্কোর
কলকাতা নাইট রাইডার্স: ১৭৪/৮ (২০ ওভার) (রাহানে ৫৬, নারিন ৪৪, রাঘুবংশী ৩০, ক্রুনাল ৩/২৯, হেজেলউড ২/২২)
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ১৭৭/৩ ১৬.২ ওভার) (কোহলি ৫৯*, সল্ট ৫৬, রজত ৩৪, লিভিংস্টোন ১৫*; নারিন ১/২৭)