বদলে গেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম


March 2025/Jahur Ahmed stadium.jpg

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। যার প্রেক্ষিতে গত মাসেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয়েছে জাতীয় স্টেডিয়াম। এবার আরও দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দেশের অন্যতম প্রধান ক্রিকেট স্টেডিয়াম। চট্টগ্রামের এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। আর নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম। 

রোববার (২৩ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে রিয়া গোপের। পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। তার নামানুসারেই ফতুল্লার স্টেডিয়ামটির নতুন করে নামকরণ করা হলো। এর আগে ধানমণ্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামও বদলে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স করা হয়েছে।

রোববার বিভাগীয় পর্যায়ে দুটি ক্রীড়া স্থাপনা ও স্টেডিয়াম, জেলা পর্যায়ে ১৬টি এবং উপজেলা পর্যায়ে আরও দুটি স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের নাম বদলে বিভাগীয় ক্রীড়া স্টেডিয়াম রাখা হয়েছে।

ছাত্র-জনতার ব্যাপক অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হসিনা সরকারের। এরপর অন্তর্বর্তী সরকার এসে বেশ কিছু স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে। উপজেলা পর্যায়ে ১৫০টি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয় গত ১২ ফেব্রুয়ারি। এই স্টেডিয়ামগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। নাম বদলে স্ব-স্ব উপজেলার নামে নামকরণ করা হয়েছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×