টাইব্রেকারে নাটকীয় জয়, সেমিফাইনালে মুখোমুখি স্পেন-ফ্রান্স
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১২:০৩ পিএম, ২৪ মার্চ ২০২৫

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ফ্রান্স ও স্পেনকে। দুই দলই দুই লেগ শেষে সমতায় থাকায় ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। আর সেখানেই জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ও লামিন ইয়ামালের স্পেন। শেষ চারেই এবার মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি।
প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল ফ্রান্স। তবে দ্বিতীয় লেগে ঘরের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন করে তারা। ৫২ মিনিটে ওলিসে এবং ৮০ মিনিটে দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। দুই লেগ শেষে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে গোল না হলে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ফ্রান্স। টাইব্রেকারে ফ্রান্সের হয়ে শট মিস করেন কুন্দে ও থিও হার্নান্দেজ। ক্রোয়েটরা মিস করে তিনটিতে। মার্টিন বাটুরিনার পর ব্যর্থ হন ফ্রাঞ্জো ইভানোভিচ ও স্টানিচিস।
অন্যদিকে, স্পেনেরও ছিল রোমাঞ্চকর লড়াই। প্রথম লেগে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। দ্বিতীয় লেগেও ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলে। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে ওয়ার্জিবালের গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে ডিপে পেনাল্টি থেকে সমতা ফেরান। পরে ওয়ার্জিবাল ফের লিড দিলেও ইয়ান ম্যাটসেন আবার সমতায় ফেরান ডাচদের। অতিরিক্ত সময়ে ইয়ামালের গোলে স্পেন আবার এগিয়ে যায়, কিন্তু জাভি সিমন্সের পেনাল্টিতে আবারও সমতা ফেরে। দুই লেগে ৫-৫ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে স্পেন ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয়। স্পেনের হয়ে শুধু ইয়ামাল শট মিস করেন, আর নেদারল্যান্ডসের পক্ষে ব্যর্থ হন ল্যাং ও মালেন।