তামিমের অসুস্থতার খবরে স্থগিত বিসিবির বোর্ড সভা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০১:০৯ পিএম, ২৪ মার্চ ২০২৫

প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের অসুস্থতার খবরে স্থগিত হয়ে গেছে আগে থেকেই নির্ধারিত বিসিবির ২৯ তম বোর্ড সভা। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।
আজ (সোমবার) দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলায় সভা শুরু হওয়ার কথা ছিল। সভা স্থগিত হওয়ার পর বোর্ড পরিচালকরা হাসপাতালে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে, পরিবারের সদস্যরাও এরই মধ্যে হাসপাতালে পথে রওনা দিয়েছেন।
মোহামেডানের হয়ে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপির মাঠে হাজির হয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত সময়ে টসও করেছিলেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন তারকা এই ক্রিকেটার। আর ফিল্ডিংয়ে নামা হয়নি।
প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল।
এদিকে, তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। জবাবে ঢাকা পোস্টকে জানালেন, বর্তমানে সাভারের ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।