হামজার অভিষেকে গোল মিস করে সমতা বাংলাদেশের


Feb 2025/hamza-bd-1742917969.webp

লাল-সবুজের দলে হামজা চৌধুরী যোগ দিতেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামী ফুটবল দলে পরিণত হয়েছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে বেশ পিছিয়ে থাকলেও হামজার প্রভাব বাংলাদেশ শিবিরে স্পষ্ট ছিল। শিলংয়ের এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ওই প্রভাব কাজে লাগিয়ে শুরু থেকে শেষ মিনিট পর্যন্ত গোলের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। কিন্তু একের পর এক সুযোগ হারিয়ে গোল শূন্য সমতা করেছে হাবিয়ের ক্যাবরেরার দল। 

ভারতের বিপক্ষে ম্যাচের ৩০ সেকেন্ডের মধ্যে গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। হামজার লম্বা করে পাস দিলে ভারতের ডিফেন্ডার তা ব্লক করতে ব্যর্থ হন। বল চলে যায় ভারতের গোলরক্ষকের কাছে। কিন্তু তার দেওয়া ভুল পাস ফাঁকায় পেয়ে যান শাহরিয়ার ইমন। তিনি ফাঁকা গোলের লক্ষ্যে শটে নিলেও তা জালের বাইরে যায়।

প্রথমার্ধে কর্তৃত্ব করে বাংলাদেশ গোল হওয়ার মতো চারটি সুযোগ তৈরি করেছিল। যার মধ্যে তিনটি আক্রমণ থেকে গোল হয়ে যেতে পারত। প্রথমার্ধে ইমনের মিসের পর একই ভুল করেন ফরোয়ার্ড রাকিব। হামজার করা কর্ণার ভারতের গোলরক্ষক পেয়ে যান।

তিনি শট নিলেও তা লাফিয়ে ব্লক করে বাংলাদেশ। ফাঁকায় বল পেয়ে যান রাকিব। কিন্তু দুর্বল শটের কারণে তা গোল হওয়ার মতো ছিল না। এছাড়া মোরসালিনের ক্রসে হেড থেকে গোল করার দারুণ এক সুযোগ পায় বাংলাদেশ। সেটাও কাজে লাগাতে পারেনি ক্যাবরেরার দল। দ্বিতীয়ার্ধেও সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। বিশেষ করে শেষ সময়ে বক্সের বাহির থেকে জোরের ওপর নেওয়া শটটি ভারতের গোলরক্ষক দারুণ দক্ষতায় ফেরান। শেষ মিনিটেও গোলমুখে পাওয়া বল পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারে বাংলাদেশ।

অভিষেকে হামজা তার কাজটা ঠিক মতোই করেছেন। ভারতকে আক্রমণেই উঠতে দেননি তিনি। হামজা বাংলাদেশ দলে খেলার সিদ্ধান্ত নেওয়ায় অবসর ভেঙে ফেরেন সুনীল ছেত্রী। ভারতীয় স্ট্রাইকারকে মার্কিং করার দায়িত্ব ছিল হামজার। তাকে বোকা বানিয়ে সুনীল কোন সুযোগই তৈরি করতে পারেননি।

এছাড়া মাঠে একটা ডুয়েলও হারেননি প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজা। প্রতিপক্ষের ফুটবলাররা তার থেকে একটা বলও কেড়ে নিতে পারেননি। বরং বলের লড়াইয়ে যে ক’বার হামজা গেছেন প্রতিটিই জিতেছেন তিনি। দারুণ কিছু ট্যাকল করলেও তা ছিল নিঁখুত। রেফারি ফাউল ডাকার বা কার্ড দেওয়ার মতো সুযোগই পাননি। বুদ্ধিদিপ্ত কর্ণার কিক নিয়েছেন তিনি। তবে হামজার অভিষেকের দিন মাঠে নামা হয়নি জামাল ভূঁইয়ার। জানা গেছে, সামান্য হ্যামস্ট্রিং ইনজুরি আছে তার।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×