৪৭৫ রানের ম্যাচে ১১ রানে জয় পাঞ্জাবের


March 2025/Panjab.jpg

আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্সের ব্যাটাররা। হাইস্কোরিং ম্যাচে দুই দল মিলে সংগ্রহ করেছে ৪৭৫ রান। এমন হাই স্কোরিং ম্যাচে গুজরাটের বিপক্ষে পাঞ্জাব কিংসের মাত্র ১১ রানের জয়ে এবারের আইপিএলে যাত্রা শুরু করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রীতি জিনতার দল টস হেরে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান। জবাব দিতে নেমে গুজরাটও কম যায়নি। ৫ উইকেট হারিয়ে তাদেরকে থামতে হয়েছে ২৩২ রানে।

পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়ক স্রেয়াশ আয়ার অপরাজিত থেকেও ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। গুজরাটের ওপেনার সাই সুদর্শন খেলেন ৭৪ রানের ইনিংস।

২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিল মিলে ৫.৫ ওভারে সংগ্রহ করে ৬১ রান। তখনই বোঝা যায় গুজরাটও কম যাবে না। ১৪ বলে ৩৩ রান করে আউট হন শুভমান গিল। এরপর সুদর্শন ও জস বাটলার মিলে গড়েন ৮৪ রানের জুটি। ৩৩ বলে ৫৪ রান করেন বাটলার। ৪১ বলে ৭৪ রানে আউট হন সুদর্শন।

এরপর শেরফানে রাশেফোর্ড আউট হন ৪৬ রানে। শেষ দিকে ব্যাটাররা পারেনি আর গুজরাটকে জেতাতে। ৫ উইকেট হারিয়ে ২৩২ রানে থেমে যায় তারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই প্রবশিরাম সিংকে হারিয়ে কিছুটা বিপদে পড়ে পাঞ্জাব কিংস। ৫ রান করেন তিনি। এরপর প্রিয়ানশ আরিয়া এবং স্রেয়াশ আয়ার মিলে বিপর্যয় সামাল দিয়ে ঝড় তোলেন। ২৩ বলে ৪৭ রান করে আউট হন প্রিয়ানশ আরিয়া। ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি।

এরপর আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ছোট এক জুটি গড়েন স্রেয়াশ আয়ার। ওমরজাই করেন ১৬ রান। গ্লেন ম্যাক্সওয়েল আউট হন কোনো রান না করেই। মার্কাস স্টইনিজ ১৫ বলে করেন ২০ রান। ১৬ বলে শশাঙ্ক সিং করেন অপরাজিত ৪৪ রান। ৪২ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক আয়ার। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৯টি। গুজরাটের বোলার সাই কিশোর নেন ৩ উইকেট।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×