তদন্তের মুখে রিয়াল মাদ্রিদের চার ফুটবলার


March 2025/Four footballer.jpg

রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল এসোসিয়েশনস (উয়েফা)। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেই চার ফুটবলারের বিরুদ্ধে তদন্তে নেমেছে উয়েফা। সেই চার ফুটবলার হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র, অ্যান্তোনিও রুডিগার ও দানি সেবায়োস।

ঘটনা গত ১২ মার্চের। সেদিন নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে জিতে চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় রিয়াল। ম‍্যাচ শেষে ওয়ান্দা মেত্রেপলিতানোয় অ্যাতলেটিকো সমর্থকদের সামনে উদযাপনে মাতেন দলটির খেলোয়াড়রা।

স্প‍্যানিশ গণমাধ‍্যম জানিয়েছে, সে সময়ে রিয়ালের খেলোয়াড়দের আচরণ নিয়ে উয়েফার কাছে অভিযোগ জানায় অ্যাতলেটিকো। তা আমলে নিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা বৃহস্পতিবার (২৭ মার্চ) জানিয়েছে, সম্ভাব‍্য অশোভন আচরণের জন‍্য তদন্তের কেন্দ্রে আছেন অ্যান্টোনিও রুডিগার, কিলিয়ান এমবাপ্পে, দানি সেবায়োস ও ভিনিসিউস জুনিয়র।

পরে নানা ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদের কয়েকজন খেলোয়াড় নেচে ও অ্যাতলেটিকো মাদ্রিদ সমর্থকদের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে জয় উদযাপন করছিলেন।

উয়েফা ও রিয়াল মাদ্রিদ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আগামী ৮ এপ্রিল আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তদন্তের ফলে কোনো শাস্তি হলে তা এই ম্যাচের আগে কার্যকর হতে পারে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×