ওসাসুনাকে হারিয়ে ব্যবধান বাড়াল বার্সেলোনা


March 2025/Barcelona.jpg

নিয়মিত বেশকিছু খেলোয়াড়কে বাদ দিয়েও লিগে ওসাসুনার বিপক্ষে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঘরের মাঠে ৩-০ গোলে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও বাড়াল ফ্লিকের দল।

ওসাসুনার বিপক্ষে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে বার্সেলোনা। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা বার্সা প্রথম হাফেই দুই গোল আদায় করে নেয়। ১১তম মিনিটে ডি ইয়ংয়ের দারুণ এক পাস পেয়ে চলতি বলেই ক্রস করেন আলেহান্দ্রো বাল্দে। দুই জনের কড়া পাহারার মধ‍্যেই ছুটে গিয়ে স্লাইডে জাল খুঁজে নেন ফেরান তোরেস। ২১তম মিনিটে সফল স্পট কিকে ব‍্যবধান দ্বিগুণ করেন ওলমো।

তবে গোল করার পর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি তিনি। ২৭তম মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ এই তারকা। প্রথম হাফে দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।

প্রথম হাফের মতো একই ছন্দে শুরু করা দ্বিতীয়ার্ধে প্রথম সুযোগ তৈরি করে বার্সেলোনাই। ৪৭তম মিনিটে শট লক্ষ‍্যে রাখতে পারেননি পেদ্রি। ৫৬তম মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করেন তোরেস।

এরপর কিছুক্ষণ আক্রমণাত্মক ফুটবল খেলে ব‍্যবধান কমানোর চেষ্টা করে ওসাসুনা। তবে উল্টো ম্যাচের ৭৭তম মিনিটে তৃতীয় গোল হজম করে তারা। নিজেদের ডি বক্সের সামনে থেকে বাড়ানো বল ধরে লোপেস দারুণ ক্রসে খুঁজে নেন লেভানডোভস্কিকে। অসাধারণ হেডে জাল খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার। লিগে এটি লেভার ২৩তম গোল।

শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। আর এই জয়ের ফলে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিল তারা। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×