শেফিল্ডে ফিরেই আলো ছড়ালেন হামজা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১২:২৩ পিএম, ২৯ মার্চ ২০২৫

ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেকে মুগ্ধতা ছড়িয়েছেন হামজা চৌধুরী। জয় যদিও ধরা দেয়নি। জাতীয় দলে ড্র নিয়ে মাঠ ছাড়লেও ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে ফিরে জয়ের দেখা পেয়েছেন তিনি। চ্যাম্পিয়নশিপের ম্যাচে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে দলকে টেবিলের শীর্ষে তুলতে অবদান রেখেছেন। শেফিল্ডের পয়েন্ট এখন ৩৯ ম্যাচে ৮৩।
এদিন মিডফিল্ডে যথারীতি আধিপত্য বিস্তার করে খেলেছেন হামজা। দেরি করে যখন মাঠ ছাড়ছিলেন, তার নৈপুণ্যে মুগ্ধ স্বাগতিক দর্শকরা দাঁড়িয়ে অভিবাদনও জানিয়েছেন।
৩০ হাজার ভক্তের সামনে ব্লেডসরা শুরু থেকেই আলো ছড়িয়ে খেলেছে। ১৯ মিনিটে অগ্রগামিতা এনে দেন গুস্তাভো হ্যামার। ঘণ্টা খানেকের মাথায় ব্যবধান বাড়ান টাইরেসে ক্যাম্পবেল।
মিডফিল্ডে একচ্ছত্র আধিপত্য ছিল হামজার। ডুয়েলগুলো তার আধিপত্যেই জেতা সম্ভব হয়েছে। তাছাড়া প্রতিপক্ষ যখন আক্রমণের জন্য হানা দিচ্ছিলেন, বাধা দিয়ে সেসব পণ্ড করে দিচ্ছিলেন।
ম্যাচের শুরুতেই তাকে নিয়ে ধারাভাষ্যকার মন্তব্য করে বলেছেন, ‘হামজা মিডফিল্ডে তার খেলা অব্যাহত রেখেছেন। অথচ আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশ-ভারত ম্যাচ খেলে দীর্ঘ ফ্লাইট শেষে ফিরেছেন তিনি। তার সংবর্ধনাটা হয়েছে নায়কের মতো।’
ঠিক তখনই হামজা নিখুঁত ট্যাকলে প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করেছেন। যার ফলে মাঠে তার উপস্থিতি তাৎক্ষণিকভাবে অনুভূত হয়েছে।
দ্বিতীয়ার্ধে শেফিল্ড আরও নিয়ন্ত্রণ নিয়ে খেলেছে। ৬২ মিনিটে প্রতি আক্রমণ থেকে ব্রেরেটন ডিয়াজের অ্যাসিস্ট থেকে স্কোর ৩-০ করেছেন রিয়ান রুস্টার।
পুরো ম্যাচে হামজা তার উপস্থিতির জানান দিয়ে মুগ্ধ করেছেন। নিজের রক্ষণাত্মক দৃঢ়তা ও কৌশলগত সচেতনতায় নজর কেড়েছেন। তার পর তো লং রেঞ্জের শট নিয়ে গোল করার কাছেও চলে গিয়েছিলেন। সেটা দারুণভাবে সেভ করে গোল হতে দেননি প্রতিপক্ষ গোলরক্ষক কলিন্স।
হামজা ছিলেন এদিন শেফিল্ডের অন্যতম সেরা পারফর্মার। দারুণ নৈপুণ্যে ১০ এর মধ্যে ৭.৪ রেটিং পান তিনি। মাঠে ৩টি মধ্যে ডুয়েল জিতেছেন ২টি, বাধা প্রদান করেছেন ৪বার, ট্যাকল ছিল দুটি। ব্লকও করেছেন একটি শট।
মাঝঝমাঠে তার উপস্থিতি মূলত স্থিতিশীলতা এনে দিয়েছে এবং প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করে দেওয়ার দক্ষতা ইউনাইটেডকে দীর্ঘ সময় ধরে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে সাহায্য করেছে।
শেষ দিকে তার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে শেফিল্ড। ৮৯ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি। তখন অবশ্য দর্শকরা তাকে তুমুল করতালিতে বিদায় জানিয়েছেন। হামজার মাঠ ছেড়ে যাওয়ার পরই অতিরিক্ত সময়ে একটি গোল হজম করে ব্লেডস। স্টপেজ টাইমে গোল করেন বদলি জ্যাক রুডোনি।
অথচ এই ম্যাচে তার খেলা হবে কিনা সেটা নিয়ে পুরোপুরি নিশ্চিত ছিলেন না শেফিল্ড ইউনাইটেড কোচ ক্রিস ওয়াইল্ডার। তিনি স্বীকার করেন, হামজা ম্যাচের আগে কোথায় রয়েছেন, সেই ব্যাপারে নিশ্চিত নন। কারণ হামজা মাত্রই বুধবার রাতে বাংলাদেশ থেকে ফিরেছিলেন।