নেপালের দায়িত্ব নিলেন বাংলাদেশের সাবেক কোচ


March 2025/Stuart Law.jpg
স্টুয়ার্ট ল

বাংলাদেশের ক্রিকেটের সাবেক কোচ স্টুয়ার্ট ল নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। অস্ট্রেলিয়ান এই কোচ নিয়োগ দিয়েছে নেপাল। ল-এর অধীনেই ২০১২ সালে প্রথম বারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ।

গত ফেব্রুয়ারিতে নেপালের প্রধান কোচ হিসেবে মন্টি দেশাইয়ের মেয়াদ শেষ হয়েছে। তারই স্থলাভিষিক্ত হলেন ৫৬ বছর বয়সি স্টুয়ার্ট ল। সাবেক এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে আগামী ২ বছরের জন্য নিয়োগ দিয়েছে নেপাল। দেশটির কোচিং প্যানেলে নিযুক্ত হওয়ার আগে সবশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ ছিলেন তিনি।

ক্রিকেট কোচিংয়ে বেশ অভিজ্ঞ ল। অস্ট্রেলিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। পরবর্তী ২০১২ সালে বাংলাদেশ কোচিং করিয়েছেন। ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ দলেও। সবশেষ ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের কোচ হন ল।

তার অধীনে ২০২৪ টি-২০ বিশ্বকাপে দারুণ সাফল্য পায় যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটে খেলে ইতিহাস রচনা করে তার দল। ল-এর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশকেও হারায় যুক্তরাষ্ট্র। তবে বিশ্বকাপের পর চাকরি হারাতে হয় অস্ট্রেলিয়ার হয়ে ৫৪টি ওয়ানডে এবং একটি টেস্ট খেলা এই কোচকে।

আগামী জুনে বিশ্বকাপ লীগ ২ ফিক্সচারের অংশ হিসেবে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে নেপাল। সেটাই হবে নেপালের হয়ে স্টুয়ার্ট ল'র প্রথম অ্যাসাইনমেন্ট। বিশ্বকাপ লীগ ২ টেবিলে এখন নেপালের অবস্থান দ্বিতীয় স্থানে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×