সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার লক্ষ্যেই জুলাই বিপ্লব হয়েছে: আহমদ কাইয়ূম


March 2025/July Ahamed.jpg

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ‘৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো চলছে। যা আমাদেরকে দারুনভাবে পীড়া দেয়। জুলাই গণ-অভ্যুত্থানের শত-সহস্র শহীদের রক্তের বিনিময়ে জনগণ নতুন স্বাধীনতা পেয়েছে। কিন্তু আগের মতো এখনো সন্ত্রাসী ও চাঁদাবাজির ঘটনাগুলো চলমান রয়েছে, যা প্রতিনিয়ত মিডিয়াতে আসছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার (২৯ মার্চ) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা সভাপতি মুহাম্মদ মফিজুল ইসলাম, যুবনেতা শোয়াইব আহমদ। দারোরা ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে ও ছাত্রনেতা আহসান হাবিবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুবনেতা জহিরুল ইসলাম, ছাত্রনেতা মূসা হায়দার।

অনুষ্ঠানে স্থানীয়  বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে আহমদ কাইয়ূম আরো বলেন, ‘বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মীরা চাঁদাবাজির সুযোগ না পেলে কর্মী পাবে না। আর টাকার পাঁচার করার সুযোগ না পেলে নেতা পাওয়া যাবে না। তারা মনে করে চাঁদাবাজি তাদের অধিকার। তারা মনে করে অতীতে এভাবে চলে আসছে, এখন কেন চলবে না?’

তিনি বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত দেশ গড়ার লক্ষ্যেই জুলাই বিপ্লব হয়েছে। কেবলমাত্র একটি নির্বাচনের জন্য হাজার হাজার মানুষ রক্ত দেয়নি, পঙ্গুত্ববরণ করেনি। কাজেই সংষ্কার করেই কেবল নির্বাচন, এর আগে নয়। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদেরা যে জন্য রক্ত দিয়েছে, বর্তমান অন্তর্র্বতী সরকারকে সে লক্ষ্যে কাজ করতে হবে। পূর্ববর্তী চাঁদাবাজি, সন্ত্রাসসহ যে বিষয়গুলো সমাজকে ধ্বংস করেছে, তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে। এগুলোকো শক্ত হাতে দমন করা হবে। অন্যথায় হাজার হাজার ছাত্র-জনতার রক্ত দেয়ার কোন মূল্য থাকবে না।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×