অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া সফর করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৮:০৯ পিএম, ৩০ মার্চ ২০২৫

ঘরের মাঠে আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে অজিরা খেলবে অ্যাশেজ।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। এ সফরে সাদা বলে ৮টি ম্যাচ খেলবে ভারত। রোববার (৩০ মার্চ) ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গ্রীষ্মকালীন সূচি ঘোষণা করেছে। অ্যাশেজ সিরিজের সূচি ঘোষণার পর সিএ জানিয়েছে, প্রথম বারের মতো অস্ট্রেলিয়ান পুরুষ দল তাদের ঘরোয়া মৌসুমে প্রতিটি রাজ্য ও অঞ্চলে ম্যাচ খেলবে।
ভারত প্রথমে তিনটি ওয়ানডে খেলবে, যা ১৯, ২৩ ও ২৫ অক্টোবর যথাক্রমে পার্থ, অ্যাডিলেড ও সিডনিতে অনুষ্ঠিত হবে। এরপর ক্যানবেরায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি হবে। পরবর্তী চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- মেলবোর্ন, হোবার্ট, গোল্ড কোস্ট ও ব্রিসবেনে।
ভারতের আগমনের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সিরিজের বিশেষ আকর্ষণ, ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ডারউইনের প্রত্যাবর্তন। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশকে এ ভেন্যুতে আতিথ্য দিয়েছিল অস্ট্রেলিয়া।
এবার দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ ডারউইনে খেলবে, আর শেষ ম্যাচ হবে কেয়ার্নসে। ওয়ানডে সিরিজও কেয়ার্নসে শুরু হবে, এরপর শেষ দুটি ম্যাচ ম্যাকায়ে অনুষ্ঠিত হবে।
সাদা বলের সব ম্যাচ শেষ হওয়ার পর ১২ দিনের বিশ্রাম যাবে অস্ট্রেলিয়া দল। এরপর ২১ নভেম্বর পার্থে শুরু হবে অ্যাশেজ। একই সাথে অস্ট্রেলিয়ার নারীদের সূচিও প্রকাশ করেছে সিএ।