চেন্নাইকে হারিয়ে রাজস্থানের প্রথম জয়
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১২:১৯ পিএম, ৩১ মার্চ ২০২৫

আইপিএলে প্রথম ম্যাচ জয়ের পর টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল চেন্নাই। এদিকে চেন্নাইকে হারিয়ে আসরের প্রথম জয় দেখল রাজস্থান। রোববার (৩০ মার্চ) গোয়াহাটিতে চেন্নাইকে ৬ রানে হারিয়েছে রইয়ান পরাগের দল।
আইপিএলের এবারের আসরে প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই হার দেখল চেন্নাই। গোয়াহাটির স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিতে দেরি করেননি চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম ওভারে ম্যাজিকও দেখান মোহাম্মদ খলিল। তুলে নেন ইয়াশাসভি জয়সোয়ালকে। কিন্তু ওয়ানডাউনে নামা নিতিশ রানাকে থামানো যায়নি কোনোভাবেই। সাঞ্জু স্যামসন চুপচাপ থাকলেও, কেকেআর ছেড়ে আসা রানা ছিলেন আক্রমণাত্মক। ৩৬ বলে করেন ৮১ রান। ১০টা চারের সঙ্গে মারেন ৫ ছক্কা। সোয়া দুইশ স্ট্রাইক রেটে ধোনির দলকে শাসন করেন তিনি।
কিন্তু রানার সঙ্গীরা ছিলেন একেবারে যা তা অবস্থায়। তিনি ছিলেন যতটা আক্রমনাত্মক, ঠিক ততটাই নিষ্প্রভ ছিলেন তার সতীর্থরা। সাঞ্জু আউট হন ১৬ বলে ২০ রান করে। ২৮ বলে ৩৭ রান করেন রিয়ান পরাগ। ব্যর্থ হয়েছেন ধ্রুভ জুরেল এবং হাসারাঙ্গা। একজনের সংগ্রহ ৩, আরেকজনের ৪। পরে একমাত্র দলের হয়ের কিছু রান যোগ করেছেন শিমরন হেটমায়ার। একটি করে চার-ছক্কায় রান ১৬ বলে ১৯। আর রাজস্থান রয়্যালসের স্কোরবোর্ডে জমা হয় ১৮২।
জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিএসকে। জফরা আর্চারের গতির কাছে হার মানেন রাচিন রবীন্দ্র। আউট হন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ইনফর্ম ব্যাটার হারালেও আশা ছাড়েনি চেন্নাই। দারুণভাবে দলকে গুছিয়ে নেন গায়কোয়ার এবং রাহুল ত্রিপাঠি। দেখেশুনে এগিয়ে যান তারা।
কিন্তু হাসারাঙ্গা আসতেই ভেঙ্গে যায় জুটি। লঙ্কান লেগস্পিনে ডিপ মিড উইকেটে হেটমায়ারের হাতে বন্দী হয়ে বিদায় নেন রাহুল। তবে, হাসারাঙ্গাকে পাত্তাই দেননি শিভাম দুবে। চার ছক্কায় নাঁচিয়ে ছাড়েন এই লঙ্কানকে। যদিও, শেষ পর্যন্ত তার হাতেই বিদায় নিতে হয় দুবেকে। পরে ভিজয় শঙ্করকেও দারুণ এক গুগলিতে বোল্ড করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
পরে অবশ্য দলকে আশা দেখান ক্যাপ্টেন ঋতুরাজ। ৪৪ বলে ৬৩ রানের একটি ইনিংস খেলেন তিনি। কিন্তু হাসারাঙ্গার ওপর অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট বিলিয়ে দেন তিনি। মাঠে নামেন সিএসকের থালাইভা।
ধোনি আসতেই ফের বদলে যায় ম্যাচের রঙ। তুষার দেশপান্ডেকে একটি করে চার-ছক্কা হাঁকান তিনি। শেষ ৬ বলের জন্য সিএসকের টার্গেট দাঁড়ায় ২০ রান। কিন্তু প্রথম বল ওয়াইডের পর, স্টেডিয়ামের হলুদ রঙকে বর্ণহীন করে দেন সন্দীপ শর্মা। তার বলে বাউন্ডারিতে ক্যাচ দেন ধোনি।
পরের ৫ বলে জাদেজা আর ওভারটন মিলে নেন সাকুল্যে ১২ রান। দল হারে ৬ রানের ব্যবধানে।