হায়দরাবাদকে উড়িয়ে ফাইনালের পুনরাবৃত্তি করলো কলকাতা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১২:০৬ এম, ০৪ এপ্রিল ২০২৫

গত আইপিএল ফাইনালের পুনরাবৃত্তি হলো এবারও। একপেশে লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারালো কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ৮০ রানে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ডেথ ওভারে ব্যাটিং ঝড়ে ২০১ রানের লক্ষ্য দেয় কলকাতা। জবাবে বরুণ চক্রবর্তী ও ইম্প্যাক্ট সাব বৈভব অরোরার বোলিংয়ে ১৬.৪ ওভারে ১২০ রানে অলআউট হায়দরাবাদ।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে দুই ওপেনারকে হারায় কলকাতা। আংক্রিশ রাঘুবংশী ও আজিঙ্কা রাহানে ৫১ বলে ৮১ রানের জুটি গড়েন।
রাহানেকে ৩৮ রানে ফেরান জিশান আনসারি। ১৩তম ওভারে বল হাতে নিয়ে রাঘুবংশীকে ৫০ রানে থামান কামিন্দু মেন্ডিস। ৩২ বলে ৫ চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংস।
এই শক্ত জুটি ভেঙে ম্যাচে ফিরেছিল হায়দরাবাদ। তারপর রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়ার ঝড় তুললে ম্যাচ ঘুরে যায় কলকাতার দিকে। এই জুটি ৪১ বলে ৯১ রান তোলে। ভেঙ্কটেশ ২৯ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬০ রান করেন। ১৭ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন রিঙ্কু।
৬ উইকেটে ২০০ রান করে কলকাতা।