
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের আধিপত্য রইল, শেষ ম্যাচে দৃঢ় মনোবল দেখিয়ে শেষ হাসি হাসলো স্বাগতিকরা। প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের কাছে ছিল চাপ, কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করেছে লিটন দাসের দল। এই জয়ে বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশের নামে ২-১ ব্যবধানে শেষ হলো।
মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে বোলিংয়ে নামেন বাংলাদেশ। মাত্র এক বল অবশিষ্ট থাকতে আইরিশদের ১১৭ রানে অলআউট করে দেন তারা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩.৪ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ, দেখিয়ে দেয় প্রস্তুতি যেন বিশ্বকাপের জন্য নিখুঁত।