
নিরাপত্তা উদ্বেগকে কেন্দ্র করে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে একাধিক দফা আলোচনা হলেও এখনো কোনো সমাধান আসেনি। এর মধ্যেই এই ইস্যুতে নতুন মাত্রা যোগ হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ উপলক্ষে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ঢাকা ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করে। সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সহায়তা চেয়ে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে এবং সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
ওই সূত্র আরও জানায়, বাংলাদেশের নিরাপত্তা ও ভেন্যু–সংক্রান্ত সমস্যার কোনো সমাধান না হলে পাকিস্তানও বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে নতুন করে ভাবতে পারে।
বাংলাদেশের ভেন্যু সংকট নিরসনের উদ্যোগ হিসেবে শনিবার (১৭ জানুয়ারি) আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকায় এসে বিসিবির সঙ্গে বৈঠক করেন। বিকেলে অনুষ্ঠিত ওই বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও। ভিসা জটিলতার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি। বৈঠক শেষে বিসিবি জানায়, ভারতে না যাওয়ার অবস্থান থেকে তারা সরে আসেনি।
আইসিসির সঙ্গে বৈঠকের পর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দুই পক্ষের আলোচনায় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ–সংক্রান্ত নানা দিক উঠে এসেছে। এ সময় বিসিবি আনুষ্ঠানিকভাবে আবারও আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায়।
বৈঠকে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগের কথাও তুলে ধরা হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় দলের নিরাপত্তা, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিতে।
এছাড়া আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনাও আলোচনায় আসে। এ প্রসঙ্গে বৈঠক শেষে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।’ তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।