হেলিকপ্টার থেকে স্মার্টফোন ফেলে যে বিস্ময়কর তথ্য মিলল!
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:২৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯
হেলিকপ্টারে করে ভূমি থেকে এক হাজার ফুট উচ্চতায় উঠে স্মার্টফোন ভূমিতে ফেলে পরিক্ষা চালিয়েছেন তিন ইউটিউবার। নতুন আইফোন ১১ কতটা মজবুত তার পরীক্ষা চালিয়েছেন তারা। আইফোন ১১-এর পাশাপাশি ফেলা হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস১০ এবং নোকিয়া ৩৩১০। খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।
‘হাউ রিডিকিউলাস’ ইউটিউব চ্যানেলের ইউটিউবারদের পরীক্ষায় উঠে এসেছে আশ্চর্যজনক ফলাফল। প্রথমে আইফোন ১১ ভূমিতে ফেলার পর দেখা গেছে, ডিভাইসটি পুরোপুরি অকেজো না হয়ে এটির শুধু পেছনে গ্লাস প্যানেলটি ভেঙ্গে গেছে।
ওই দলের এক ইউটিউবার বলেন, ‘এটি চালু আছে তবে পেছনে ভেঙ্গে গেছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে, ডিভাইসটি কাজ করছে, এটা অবিশ্বাস্য।’ পরবর্তীতে গ্যালাক্সি এস১০ ভূমিতে ফেলে দলটি। দেখা যায়, ডিভাইসটির ক্যামেরা ভেঙ্গে অকেজো হয়ে গেছে। পরবর্তীতে নোকিয়া ৩৩১০ রেট্রো ফোন নিয়েও একই পরীক্ষা চালানো হয়। হেলিকপ্টার থেকে মাটিতে ফেলার পরও পুরো অক্ষত অবস্থায় ফোনটি পেয়েছেন ইউটিউবাররা।
ঢাকাওয়াচ/স