এআই কি গ্রাফিক্স ডিজাইনারদের জন্য হুমকিস্বরূপ?


October 2/Projukti.jpeg
যখন প্রথমবার এআই AI (Artificial Intelligence) এর নাম প্রথম শুনি তখন হকচকিয়ে উঠি। ট্রাডিশনাল ইউটিউবাররা তো শুরু করে দিলো, যারা ডিজাইন সেক্টরে আছেন তাদের ক্যারিয়ার শেষ! অনেক ডিজাইনারদের দেখতাম হতাশার সমুদ্রে অবগাহন করতেসে। এআই নাম শুনলে কেউ কেউ ভয়ে কেঁপে ওঠে।

এ আই গ্রাফিক্স ডিজািইনারদের জন্য আশীর্বাদ না-কি অভিশাপ

ডিজাইন ইন্ডাস্ট্রিতে AI এর প্রভাব নিয়ে নানা বিতর্ক থাকলেও, এটি সরাসরি গ্রাফিক্স ডিজাইনারদের জন্য হুমকিস্বরূপ নয়, বরং আমার কাছে মনে হচ্ছে নতুন সম্ভাবনা ও পরিবর্তনের সূচনা করছে। এ বিষয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করি।

AI ভিত্তিক ডিজাইন টুলস যেমন Midjourney, Leonardo AI, Stable diffusion, Adobe Sensei, Adobe firefly, RunwayML, SunoAI এইগুলো আমার নিত্য দিনের সাথী। এই টুলসগুলো আমার সময় বাঁচাচ্ছে এবং ডিজাইন কন্সেপ্ট তৈরীতে সাহায্য করছে। এ আই ব্যবহার করে আমি স্টক ইমেজ, ভেক্টর আর্ট, ঝিঙ্গেল, ভিডিয়ো জেনারেট করে আমার মোশন ডিজাইনে সুনিপুণভাবে ব্যবহার করেছি। এবং কাজগুলোও হয়েছে চোখে লাগার মত।

কারা টিকে থাকবে?
 
সময়ের সাথে তাল মিলিয়ে যারা AI টুলস ব্যবহার করে তাদের সৃজনশীলতা ও দক্ষতা আরও বাড়িয়ে তুলছেন, তারা ভবিষ্যতে ডিজাইন ইন্ডাস্ট্রিতে এগিয়ে থাকবেন। আমাদের AI টুলস ব্যবহার করতে শেখা AI আমাদের ক্রিয়েটিভিটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভবিষ্যতের ডিজাইন ইন্ডাস্ট্রি AI এবং মানুষের সৃজনশীলতার সম্মিলিত প্রয়াসে আরও সমৃদ্ধ হবে।

কারা হারিয়ে যাবে?

ডিজাইনের বেসিক কাজ, যেমন ফটো এডিটিং, ক্লিপিং মাক্স বা ব্যাকগ্রাউন্ড রিমুভ, AI সুন্দরভাবে অটোমেটেড করতে পারে। সো অদূর ভবিষ্যতে এন্ট্রি-লেভেল ডিজাইনারদের জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

AI অনেক শক্তিশালী এটা সত্য, তাই বলে কি এটা মানুষের সৃজনশীলতার বিকল্প ?? AI আলগোরিদম দিয়ে কাজ করে এবং মানুষের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে কাজের আউটপুট দেয়। নতুন এবং ইউনিক কনসেপ্ট তৈরি করতে মানুষের কল্পনাশক্তি এবং সাংস্কৃতিক ধারণা অপরিহার্য। আমরা যেভাবে ক্লায়েন্টের প্রয়োজন বুঝে একটি কাস্টমাইজড এবং ইউনিক ডিজাইন তৈরি করি, AI কিন্তু সেইটা পুরোপুরি ধারণ করতে পারে না।

সবশেষে এটা বলতে পারি AI হুমকি নয় বরং ডিজাইনারদের কাজকে আরও সৃজনশীল ও ফলপ্রসূ করার মাধ্যম হিসেবে কাজ করছে।

লেখক: সোহানুর রহমান (মোশন ডিজাইনার, মুভঅন টেকনোলজি)। 
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×