মাই জিপি অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন ও লোটোর অফার


March 2025/Grameenphone x Lotto.jpeg

এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের (লোটো) সাথে যৌথ উদ্যোগে উদ্ভাবনী কাস্টমার রিওয়ার্ড প্রোগ্রাম চালু করেছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এই প্রথম বারের মতো ডিজিটাল সুবিধার পাশাপাশি কেনাকাটায় এমন অফার চালু করেছে অপারেটরটি। এর আওতায় মাই জিপি অ্যাপের মাধ্যমে ডাটা ও কম্বো প্যাক কিনে বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা।

মাইজিপি অ্যাপের মাধ্যমে ২০০ টাকা বা তার বেশি মূল্যের ডাটা প্যাক বা কম্বো বান্ডেল কিনলে ৫০০ টাকার একটি লোটো ভাউচার পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা। যেকোন লোটো ফ্ল্যাগশিপ আউটলেটে আড়াই হাজার বা তার বেশি টাকার কেনাকাটা করলে এই ভাউচার দিয়ে ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার জন্য মাইজিপি অ্যাপের নোটিফিকেশন আইকনে সংরক্ষিত থাকবে রিওয়ার্ডটি। মাইজিপি ব্যবহারকারীদের বিশেষ সুবিধা প্রদানের পাশাপাশি কোনাকাটায় অনন্য অফার দিচ্ছে এই পার্টনারশিপ; যা ডিজিটাল সেবা ও লাইফস্টাইল অফারের এক অপূর্ব সমন্বয়। 

গ্রামীণফোনের গ্রাহককেন্দ্রিকতা ও প্রয়োজনীয় রিওয়ার্ডের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল জীবনধারাকে সমৃদ্ধ করার প্রতিশ্রুতির প্রতিফলন এই পার্টনারশিপ। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লোটোতে কেনাটাকার সমন্বয়- গ্রামীণফোন তার গ্রাহকদের কতটা মূল্যায়ন করে এরও প্রতিফলন। গ্রাহকরা এই আকর্ষণীয় অফারের সুযোগ গ্রহণ করতে পারেন এবং উপভোগ করতে পারেন গ্রামীণফোনের অনন্য সুবিধা।   

এই পদক্ষেপ টেলিযোগাযোগ খাত, খুচরা কেনাকাটা ও ডিজিটাল সংযুক্তির ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের শক্তিকে তুলে ধরার পাশাপাশি বাড়িয়ে তুলেছে গ্রাহক সন্তুষ্টি।

অফারটি সম্পর্কে আরো জানতে মাইজিপি অ্যাপ অথবা নিকটস্থ লোটো ফ্ল্যাগশিপ আউটলেট ভিজিট করতে পারেন গ্রাহকরা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×