
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে একটি ফ্লাইটে তিনি দেশটি ত্যাগ করবেন। তার বাংলাদেশে ফেরার নির্ধারিত সময় আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল।
জাতীয় ঐকমত্য কমিশনের পিআরও পবন চৌধুরী শনিবার রাতে একটি বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আজ রাতের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন। আগামী ৩০ সেপ্টেম্বর বিকেলে তিনি বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
এ সময় কমিশন সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য অনুরোধ জানানো হয়েছে যে, কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।