
মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি।
বুধবার (৭ মে) দুপুরে স্থানীয় মানধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ন শীল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে বিজিবি আটক করেছে। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকদের মধ্যে ৯ জন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।
তিনি আরও বলেন, আটকরা ভারতের আসামে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের ঘর-বাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে বিএসএফ-এর হাতে তুলে দেয়। তারা প্রায় তিন শতাধিক লোক ছিলেন। বিএসএফ তাদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেইট খুলে ‘পুশ ইন’ করলে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে গেছে, তা তারা বলতে পারেননি।
এ বিষয়ে ৪৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জাকারিয়া বলেন, আটকরা সবাই বাংলা ভাষায় কথা বলছেন। যাচাই-বাছাই করে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর মৌলভীবাজার জেলার সব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।