
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হলো বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ অভিযান। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হতে না পারায় ম্যাচের কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় দুপুর ১টা ১৮ মিনিটে টস অনুষ্ঠিত হয়, যেখানে ভাগ্য সহায় হলো বাংলাদেশের।
বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন। তার মতে, উইকেট ও আবহাওয়ার অবস্থার কারণে শুরুতেই বল হাতে নেওয়াই সঠিক কৌশল।
বৃষ্টির শঙ্কা পুরো ম্যাচ জুড়েই বিরাজ করছে। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুলাওয়েতে সারাদিন ৮৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে খেলা বারবার বাধাগ্রস্ত হতে পারে।
ভারত তাদের আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি। অন্যদিকে বাংলাদেশও পরিচিত শক্তি নিয়েই মাঠে নামছে।
বাংলাদেশ একাদশ:
রিফাত বেগ, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), কালাম সিদ্দিকী, অ্যালিন রিজান হোসেন, ফরিদ হাসান ফয়সাল, সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন, ইকবাল হোসেন ইমন।
ভারত একাদশ:
আয়ুশ মাত্রে, বৈভব সূর্যবংশী, ভেদান্ত ত্রিভেদী, ভিহান মালহোত্রা, আভিগান কুন্ডু, হারভানশ পাঙ্গালিয়া, আরএস আমব্রিশ, কানিশক চৌহান, হেনিল প্যাটেল, দীপেশ দেভেন্দ্রান, খিলান প্যাটেল।
এবারের ম্যাচে দেখা হবে, বৃষ্টির বাধা পেরিয়ে বাংলাদেশি বোলাররা কতটা চাপ সৃষ্টি করতে সক্ষম হবে।