
রাজধানীবাসীর জন্য আজকের দিনটা শুরু হয়েছে মেঘলা আকাশ আর শীতল আবহাওয়ার ইঙ্গিত নিয়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা প্রচণ্ড গরমের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে পুরোপুরি মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইবে। সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।