
ময়মনসিংহে আলোচিত হত্যাকাণ্ডে নিহত কারখানাশ্রমিক দিপু চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়াল সরকার। শোকাহত পরিবারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের বাড়িতে যান শিক্ষা উপদেষ্টা। সেখানে তিনি নিহত দিপুর বাবা রাবিলাল দাসসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সহায়তার কথা জানান।
সাক্ষাৎকালে অধ্যাপক সি আর আবরার বলেন, দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ, যার কোনো যুক্তি বা গ্রহণযোগ্যতা নেই। অভিযোগ, গুজব বা বিশ্বাসগত মতভেদ কখনোই সহিংসতার অজুহাত হতে পারে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। অন্তর্বর্তী সরকার আইনের শাসনের প্রতি অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় উত্থাপিত সব অভিযোগ তদন্ত করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ধর্ম, জাতিসত্তা বা পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সহিংসতা প্রত্যাখ্যান করতে এবং বিভাজন বা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সমাজের সব সম্প্রদায়, প্রতিষ্ঠান ও নেতৃত্বের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সংযম, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
এই হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং মামলাটি কোনো ব্যতিক্রম ছাড়াই পূর্ণাঙ্গভাবে পরিচালনার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। দায়ীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা।
শেষে তিনি বলেন, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।