
সাহসিকতা, ব্যক্তিত্ব এবং স্বাধীনচেতা মানসিকতার জন্য বরাবরই আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের জীবন ও মতাদর্শে কখনোই কারো মতামতের তোয়াক্কা করেননি তিনি। বরং সত্য ও স্বাধীনতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েই বারবার আলোচনার কেন্দ্রে এসেছেন।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্য সমালোচনার কারণে নতুন বিতর্কে জড়ান বাঁধন। এরই প্রেক্ষিতে রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেত্রী।
স্ট্যাটাসে নিজের একটি ছবিসহ বাঁধন লেখেন, “আমাকে ভাঙতে চাইলে, আরও শক্ত হয়ে যাই।” তিনি জানান, জীবনে অনেক কিছু অর্জন করলেও তার সবচেয়ে বড় অর্জন হচ্ছে নিজের মতো করে জীবনযাপন করার স্বাধীনতা এবং সাহসের সঙ্গে নিজের মত প্রকাশ করার ক্ষমতা।
বাঁধন লেখেন, জীবনের নানা সময় এমন অনেক সুযোগ এসেছে, যা তাকে প্রভাব, স্বীকৃতি ও স্থায়িত্ব দিতে পারত। কিন্তু তিনি বেছে নিয়েছেন স্বাধীনচেতা পথ, যা ছিল কণ্টকাকীর্ণ। তার ভাষায়, "একবার সত্যিকারের স্বাধীনতার স্বাদ নিলে আর পেছনে ফেরা যায় না।"
অভিনেত্রী বলেন, হয়তো কিছু মানুষ তাকে অপছন্দ করে এই কারণে নয় যে তিনি কী বলেন বা করেন, বরং এজন্য যে, কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি আরও বলেন, নিজের অভিজ্ঞতা থেকে শিখেছেন—জীবন যত কঠিনই হোক না কেন, প্রতিটি চাপে তিনি আরও দৃঢ় হন।
সবশেষ অভিনেত্রী লিখেছেন, আমি অনেক ট্রমা বয়ে বেড়াই। আমি জানি PTSD কাকে বলে। ছোট্ট কোনো কিছুই মাঝে মাঝে সেটা ট্রিগার করে দেয়। এটাও আমারই অংশ — এমন এক অবাঞ্ছিত সঙ্গী, যাকে আমি চাইনি, কিন্তু যার সঙ্গে বাঁচতে শিখেছি।