
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান।
তিনি বলেন, "গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাছে হস্তান্তর করা হয়েছে।"