
রাজধানী ঢাকার আকাশে সকাল থেকেই মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। আগের দিনের মতো আজও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ছয় ঘণ্টা ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই সময়ের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
রোববার সকালে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, দিনের প্রথমার্ধে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না।
রোববার (২৭ জুলাই) ভোর ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। এর আগে, গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক সতর্কবার্তায় জানানো হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড়ো আবহাওয়ার সম্ভাবনায় উপকূলীয় অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বিরাজ করতে পারে এবং কোথাও কোথাও তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ-সদৃশ পরিস্থিতি তৈরি হওয়ায় বৃষ্টিপাতের এ প্রবণতা তৈরি হয়েছে, যা সপ্তাহজুড়েই চলতে পারে। তাই নাগরিকদের যেকোনো প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার আপডেট জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।