
দেশীয় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে টেকসই ও উন্নত পর্যায়ে নেওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, ঋণ বা মুদ্রা ছাপিয়ে অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়—এখানে একমাত্র কার্যকর সমাধান হচ্ছে বিনিয়োগ।
গত বুধবার (১৩ আগস্ট) ঢাকার বনানীস্থ হোটেল শেরাটনে আয়োজিত ‘বিদেশি বিনিয়োগকারী সম্মেলন ২০২৫’-এ "বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট: বিকাশ ও সম্ভাবনা" শীর্ষক সেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
অর্থনৈতিক কাঠামোর উন্নয়নে বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আমির খসরু বলেন, “বিনিয়োগই অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একমাত্র টেকসই সমাধান। ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয়।”
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচনের খবর দেশ ও বিদেশে ছড়িয়ে পড়ায় উদ্যোক্তারা নতুন করে প্রস্তুতি নিচ্ছেন। এতে করে দেশীয় উদ্যোক্তার পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও আগ্রহ বাড়ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “আজ আমরা তার প্রমাণ দেখতে পাচ্ছি—জাপান থেকে বিশাল একটি ডেলিগেশন বাংলাদেশে বিনিয়োগের উদ্দেশ্যে এসেছে।”
দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজারকে শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার ভাষায়, “পুঁজিবাজার ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়। আমাদের বিনিয়োগকারীদের পণ্য ব্র্যান্ডিং করতে হবে, টেকনিক্যাল ও অর্থনৈতিক সহায়তা দিতে হবে এবং বিশ্ববাজারে সরাসরি পৌঁছে দিতে হবে।”
আন্তর্জাতিক অংশীদারিত্ব ও বিদেশি মূলধনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশে যে সম্ভাবনা রয়েছে, সেটি কাজে লাগাতে বিদেশি অংশীদারিত্ব অত্যন্ত জরুরি। সামাজিক খাত ও অবকাঠামো উন্নয়নে সরকারের ব্যয় বাড়ানোর পাশাপাশি বিদেশি মূলধন প্রবাহ অর্থনীতিকে নতুন গতি দেবে।” তিনি আরও বলেন, “আগামী দিনের বাংলাদেশের জন্য বিনিয়োগ ও পুঁজিবাজারকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে।”
এই সম্মেলনে বিভিন্ন দেশের বিনিয়োগকারী, ব্যবসায়ী প্রতিনিধি, শেয়ারবাজার বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকরা অংশ নেন।
আয়োজক ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এক বিবৃতিতে জানিয়েছে, এমন সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা সম্ভব হবে এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. এম মাসরুর রিয়াজ। প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফউদ্দিন, কনটেক্সচুয়াল ইনভেস্টমেন্ট এলএলসির ব্যবস্থাপনা পরিচালক তাকাও হিরোসে এবং এশিয়া ফ্রন্টিয়ার ইনভেস্টমেন্টস লিমিটেডের ফান্ড ম্যানেজার রুচির দেশাই। আলোচনা সঞ্চালনায় ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম।