
আফগান শরণার্থীদের তালেবানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার খবর প্রকাশের পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই শরণার্থীদের ‘বাঁচাতে’ এখনই উদ্যোগ নিচ্ছেন।
রোববার (২০ জুলাই) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বার্তায় ট্রাম্প লেখেন, ‘আমি এখন থেকেই চেষ্টা করব তাদের রক্ষা করতে।’ বার্তার সঙ্গে তিনি একটি সংবাদ প্রতিবেদনও শেয়ার করেন, যেখানে বলা হয়েছে—সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবির একটি শরণার্থী ক্যাম্পে আচমকা গিয়ে কর্মকর্তারা অন্তত ৩২ জন আফগান পুরুষ, নারী ও শিশুকে জানান, তাদের দেশে ফেরত পাঠানো হবে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ওই শরণার্থীরা গত চার বছর ধরে একটি বিশেষ আবাসন প্রকল্পে আটকে আছেন এবং সম্প্রতি তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে।
২০২১ সালের আগস্টে আফগান সরকারের পতনের পর তালেবান ক্ষমতা দখল করে নেয় এবং মার্কিন বাহিনী সরে যায়। এরপর থেকেই বহু আফগান নাগরিক দেশ ছেড়ে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন।
এই ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক মানবাধিকার বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেট শনিবার গভীর উদ্বেগ প্রকাশ করে ইউএই সরকারকে অনুরোধ করেছেন, যেন অবিলম্বে এই ফেরত পাঠানোর পরিকল্পনা বাতিল করা হয়। তিনি বলেন, ‘আফগানিস্তান এখনো নিরাপদ নয়। যাদের জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে, তারা গুরুতর নিপীড়ন ও সহিংস প্রতিশোধের ঝুঁকিতে পড়বেন।’
আফগান শরণার্থীদের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, আর এমন সময়ে মার্কিন প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপের ঘোষণা বিষয়টিকে নতুন মাত্রা দিল।