
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার অভিনয় থেকে ব্যক্তিজীবন সব নিয়েই ভক্তদের আগ্রহের শেষ নেই। আর এ কারণেই এই নায়ক ফেসবুকে কিছু পোস্ট করলে তাকে ঘিরে শুরু হয় নতুন আলোচনা-সমালোচনা।
গতকাল শনিবার রাতে ফ্লাইটের ভেতর থেকে নিজের একটি ছবি শেয়ার করেন শাকিব খান। তাতে লেখেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’ ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস ও মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসে আছেন তিনি।
শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, অভিনেতার আরো সপ্তাহখানেক পরে দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু এর আগেই তিনি চলে গেলেন।
এদিকে, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ চলচ্চিত্রটি এবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তার দুদিন পরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়লেন এই ঢালিউড সুপারস্টার। গত ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি।
শাকিব খান কেন মার্কিন মুলুকে গেছেন এ নিয়েও এখন প্রশ্ন রয়েছে। তবে শাকিব খানের ঘনিষ্ঠ সূত্রটি বলছে, একান্ত ব্যক্তিগত কারণে শাকিব খান যুক্তরাষ্ট্র গিয়েছেন। সেখানে তিনি দেড় মাসের মতো থাকবেন এবং আগস্টের শেষভাগে দেশে ফিরবেন।