
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, দেশে অন্তত তিনটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তবে পরাজিতরা সেগুলো মেনে নেননি। তিনি বলেন, প্রতিষ্ঠান তৈরি না হওয়ায় দেশ এখনও পূর্ণাঙ্গভাবে গণতন্ত্রে রূপান্তরিত হয়নি। পরিবর্তনের জন্য নির্বাচন অপরিহার্য, কিন্তু একটিমাত্র নির্বাচন যথেষ্ট নয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত একটি গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আমাদের ঐক্য আছে, তবে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। ছাত্রদের ছাত্র এবং শিক্ষকদের শিক্ষক হিসেবে থাকা উচিত; তাদের রাজনীতিতে জড়িত হওয়া উচিত নয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা যোগ করেন, রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা ঠিকমতো পূরণ করতে পারছে না।
এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, সংস্কার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনাস্থা আছে, তা দূর করতে আইনি বাধ্যবাধকতা থাকা উচিত। দলগুলো নিজেদের বক্তব্য রাখছে, কিন্তু জনগণ সঠিক এবং দীর্ঘমেয়াদি সমাধান চাইছে এক্ষেত্রে তারা জাতীয় ঐকমত্যের প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ করছে।