
বিএনপি যদি অতীতের রাজনৈতিক কৌশল আঁকড়ে ধরে ক্ষমতায় আসে, তাহলে তারা দুই বছরের বেশি সময় টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।
শনিবার (১২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সম্মেলনটি আয়োজন করা হয় পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড এবং ঘটনার পর রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ‘নিরব ভূমিকা’র প্রতিবাদ জানাতে।
শরীফ বলেন, আগেও বলেছিলাম বিএনপি যদি পুরোনো ধারা অনুসরণ করে, তারা তিন বছরও টিকবে না। এখন দেখছি বাস্তবতা আরও কঠিন তারা দুই বছরও পারবে না। এমনকি তিনশ' আসনেও যদি জয় পায়, বাস্তব পরিস্থিতি তাদের পাল্টে দেবে না।
তিনি দাবি করেন, দেশের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন ও প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে। যারা একসময় নিপীড়িত ছিল, তারা এখন প্রতিরোধ গড়তে শিখেছে। কারও অনৈতিক বক্তব্যে মানুষ এখন পাল্টা প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করছে না। এমনকি সংসদেও যদি জনস্বার্থবিরোধী আইন প্রণয়ন করা হয়, জনগণ সেখানেও গিয়ে জবাব দিতে পিছপা হবে না।
বিএনপির উদ্দেশ্যে হাদী বলেন, সত্যিকারের পরিবর্তন আনতে চাইলে দলটির উচিত পুরনো কৌশল ত্যাগ করে নতুন রাজনৈতিক দর্শনে আত্মপ্রকাশ করা। তিনি ‘জুলাইয়ের রাজনীতি’, ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই সংবিধান’-এর মতো ধারণা সামনে এনে বলেন, পরিবর্তনের এটাই হতে পারে সঠিক সময়।
তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি অতীতের মতো রাজনৈতিক ভুল করে, তাহলে তাদের পরিণতি মুসলিম লীগের মতো হবে যে দল ইতিহাস থেকে নিজেই হারিয়ে গিয়েছিল। এমনকি স্বাধীনতার নেতৃত্বদানকারী আওয়ামী লীগও আজ জনগণের আস্থা হারিয়ে আত্মরক্ষায় ছুটছে বলেও মন্তব্য করেন ইনকিলাব মঞ্চের এ মুখপাত্র।