
সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে, যা ইন্টারনেট বন্ধের নিয়ন্ত্রণসহ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার জন্য নতুন প্রস্তাব নিয়ে এসেছে।
বুধবার, ৫ নভেম্বর, সকালেই খসড়া উন্মুক্ত করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট অংশীজন এবং সাধারণ জনগণ খসড়াটি দেখতে এবং মতামত জমা দিতে পারবে। খসড়াটি বিভাগটির অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ করা হয়েছে।
প্রস্তাবিত অধ্যাদেশে টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি নাগরিক অধিকার রক্ষার জন্য একাধিক ধারা সংশোধনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ইন্টারনেট বন্ধের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপের ধারা, যা ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ এবং নাগরিক স্বাধীনতার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আনা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, খসড়া অধ্যাদেশের ওপর মতামত প্রেরণের শেষ তারিখ ১৫ নভেম্বর। মতামত ই-মেইল ([email protected]) বা ডাকযোগে সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ঠিকানায় পাঠানো যাবে।