
শিক্ষার্থীদের সাথে বাস স্টাফের অসদাচরণের অভিযোগে মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে বাস আটকানো, শিক্ষার্থী আহত হওয়া ও বাস ভাঙচুরের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কৃষ্টিয়া কর্তৃপক্ষ।
সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসাইনকে আহ্বায়ক ও পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার হাফিজুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে যাচাই-বাছাই পূর্বক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ইকবাল হোসাইন বলেন, ‘শুনেছি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাতে এখনও চিঠি না পাওয়া কিছু বলতে পারছি না। অন্যান্য সদস্যদের সাথে কথা বলে কাজ শুরু করবো।’
হাফিজুর রহমান বলেন, ‘আমি চিঠি পেয়েছি। চারজনকে নিয়ে আগামী সপ্তাহে মিটিং ডাকা হয়েছে। কিভাবে কী করব তা মিটিং এ সিদ্ধান্ত নিয়ে সামনে আগাবো। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কাম্য।’
উল্লেখ্য, গত বুধবার (২২ জানুয়ারি) রাতে শিক্ষার্থীদের সাথে এসবি পরিবহনের একটি বাসের সুপারভাইজারের খারাপ ব্যবহারের অভিযোগে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বাসটি আটক করে। ঘটনাস্থলে একজন শিক্ষার্থী আহত হন এবং কয়েকজন শিক্ষার্থী বাসে ভাঙচুর চালায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভাঙচুরে বাধা দিলে ভাঙচুরকারীরা সমন্বয়কদের উপর চড়াও হয়।