
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, এবার দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতের অনুরোধে মাত্র ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুঁড়ির বাঁধ এলাকায় অনুষ্ঠিত ‘জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে’ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে মৎস্য উপদেষ্টা মাছের পোনা অবমুক্তও করেন।
ফরিদা আখতার বলেন, এর আগেও বলেছি, দেশের চাহিদাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী দেশের অনুরোধে কিছু পরিমাণ ইলিশ পাঠানো হচ্ছে। তবে এবারে পরিমাণ কম এবং মূল্যে তুলনামূলক বেশি।
একই সঙ্গে তিনি অবৈধ জাল ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ অভিযান শুধুমাত্র জেলেদের জন্য নয়। অবৈধ রিং জাল উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও অভিযান চলবে। এদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ স্থানীয় কর্মকর্তা, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।