
কাতারের দোহায় ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় অংশ নিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, রাজধানী দোহায় অবস্থিত ইমাম আব্দুল ওয়াহাব মসজিদে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। খবর প্রকাশ করেছে আল জাজিরা।
প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন ফিলিস্তিনের নাগরিক। তাদের মরদেহ ফিলিস্তিনের পতাকায় মোড়ানো হয়। নিহত অন্য ব্যক্তি কাতারের সেনাবাহিনীর সদস্য কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল-হুমাইদি আল দোসারি। তাকে কাতারের জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয়।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সব মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হবে মিসাইমির কবরস্থানে।
ইসরায়েল গত ৯ সেপ্টেম্বর একটি বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতারা। যদিও ওই নেতারা প্রাণে বেঁচে যান, হামলায় নিহত হন ছয়জন। নিহতদের মধ্যে ছিলেন হামাস নেতা খলিল আল-হায়ার পুত্র এবং একজন কাতারি সেনাসদস্য।
মূলত খলিল আল-হায়া ও তার সহযোগীদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
হামলার পর কাতারের আমির এক সাক্ষাৎকারে সিএনএনকে বলেন, “খলিল আল-হায়া নিহত হয়েছেন কি না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।” তিনি আরও বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে মধ্যস্থতার বিষয়ে কাতার তার অবস্থান নতুনভাবে পর্যালোচনা করবে।
এছাড়া তিনি এও উল্লেখ করেন, “এই হামলার ফলে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আশা এখন শেষ হয়ে গেছে।”