
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, যেহেতু একটি জুলাই বিপ্লব হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের প্রত্যাশার আলোকে জুলাই সনদ প্রণয়ন করা হবে, সেই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এটি আমাদের প্রধান দাবি।
তিনি আরও উল্লেখ করেন,জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা জাতীয় মতকে প্রশ্নবিদ্ধ করেছেন।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চার সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন গাজী আতাউর রহমান।
তিনি বলেন, আমরা দাবি করেছি, আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে পিআর পদ্ধতিতে নির্বাচন করা হোক, যাতে জনগণের ভোট শতভাগ মূল্যায়িত হয় এবং নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। এটি আমাদের মৌলিক দাবি।
সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেন, যদি সিইসি মনে করেন তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবেন, তাহলে নির্বাচন অনুষ্ঠিত হোক। আর যদি তা সম্ভব না হয়, তাহলে তিনি ঝুঁকি নেওয়া এড়ান।